1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গামা‌টি প্রেস ক্লা‌বে পার্বত‌্য যুব প‌রিষ‌দের কেন্দ্রীয় ক‌মি‌টির অ‌ভি‌ষেক ২০২৫ অনুষ্ঠিত। ত্রয়োদশ নির্বাচনে খাগড়াছড়ি জেলা ২৯৮ নং আসনে ধানের শীষ মনোনয়ন পেলেন আব্দুল ওয়াদুদ ভূইয়া। বাংলাদেশ নদী পরিব্রাজক দল খাগড়াছড়ি জেলা কমিটি গঠিত। খাগড়াছড়ির ‎মাটিরাঙ্গায় ৪০ বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও সহায়তা প্রদান। হলুদ সাংবাদিক ভান্ডারিয়ার শাহীন সিকদারের চাঁদাবাজির অভিযোগে তোলপাড় খাগড়াছড়ি নন্দকার্বারী পাড়া১৭ তম শুভ দানোৎসব কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন। মাটিরাঙ্গা সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা। মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। চট্টগ্রাম জেলা দলিল লেখক কমিটির সাথে বাংলাদেশ দলিল লেখক কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৮৯৮ এর বিধি মতে ১৪৪ ধারা জারি।

রাঙামাটিতে জেলা ছাত্রদল নেতার ওপর বর্বরোচিত হামলা।আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি।

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

রাঙামাটি জেলা প্রতিনিধি: রাঙামাটি জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইমাম মেহেদীর ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার (০৫ সেপ্টেম্বর) রাতে শহরের তবলছড়ি মসজিদসংলগ্ন এলাকায় এ হামলা চালানো হয়। এ সময় সশস্ত্র সন্ত্রাসীরা রড, হাতুড়ি, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে।

প্রথমে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে গতকাল (০৬ সেপ্টেম্বর) দুপুরে জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি রাঙামাটি সদরের একাধিক চাঁদাবাজির ঘটনায় ভূক্তভোগীদের পক্ষ নিয়ে থানায় অভিযোগ জানাতে যান জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইমাম মেহেদী। অভিযোগ দায়েরের পরদিনই পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অন্তত ২০–৩০ জন যুবক হামলায় অংশ নেয়। তাদের হাতে ছিল দেশীয় অস্ত্র, রড ও হাতুড়ি। মাথায়, পিঠে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কারণে ইমাম মেহেদী গুরুতরভাবে আহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল সূত্র জানায়, আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মাথায় বড় ধরনের ক্ষত দেখা দেয়। সেখানে বহু সেলাই দিতে হয়েছে। পাশাপাশি প্রচুর রক্তক্ষরণ ও খিচুনি দেখা দিলে চিকিৎসকরা দ্রুত তাকে চমেক হাসপাতালে রেফার করেন। এছাড়া তার হাত ও পা ভেঙে গেছে বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক।

শনিবার রাঙামাটি জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে ইমাম মেহেদীর পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা বলেন, এটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক হামলা। আমাদের প্রিয় সন্তানকে হত্যার উদ্দেশ্যেই এই আক্রমণ চালানো হয়েছে। আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

তারা আরও অভিযোগ করেন, হামলাকারীরা যুবদল ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের একটি অংশ, যারা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তার পরিবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট