নিজেস্ব প্রতিনিধি: সাংবাদিকতা এক মহান পেশা। এটি শুধু একটি চাকরি নয়, এটি দায়িত্ব, নীতি আর ত্যাগের পথ। সত্য উদঘাটন ও জনগণের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকারই সাংবাদিকতার মূল ভিত্তি। বলে দাবী করেন, সাংবাদিক রিয়াদুল ইসলাম জামাল প্রতিষ্ঠাতা, সভাপতি “বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল”।
তবে সত্য উচ্চারণ করা সবসময় সহজ নয়। অনেক সময় সাংবাদিকদের জন্য এই পথ হয়ে ওঠে জীবনের ঝুঁকি। সত্য বলতে গেলে মৃত্যুর ঘন্টা যেন অতি নিকটে এসে দাঁড়ায়। বিভিন্ন সময় দেশে-বিদেশে অসংখ্য সাংবাদিক সত্য প্রকাশের দায়ে হামলা, মামলা, কারাবরণ এমনকি জীবনও দিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, সাংবাদিকতা কেবল সংবাদ প্রচার নয়, এটি হলো সামাজিক দায়বদ্ধতার অঙ্গ। একজন সাহসী সাংবাদিকের লেখনী জাতিকে জাগ্রত করে, দুর্নীতি, অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।
তবুও অন্ধকারের ভেতরেও সাংবাদিকরা থেমে নেই। তারা বিশ্বাস করেন, সত্যকে রোধ করা যায় না। যত বাধাই আসুক, যত ঝুঁকিই থাকুক, সাংবাদিকতা তার মহিমা নিয়েই টিকে থাকবে।
সত্যের পথে যারা কলম চালাচ্ছেন, তাদের জন্য সম্মান, কৃতজ্ঞতা এবং অবিচল সমর্থন এটাই হোক সাংবাদিক সমাজের প্রাপ্য সম্মাননা।