মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পৌরসভা ৬ নং ওয়ার্ডের উদ্যোগে ফলজ চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট ) বিকেল ৫টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পৌর শাখার শুরা ও কর্ম পরিষদ সদস্য, পৌর জামায়াতের অফিস সম্পাদক এবং ৬ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি জনাব সাজ্জাদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি জনাব আব্দুল মান্নান, ৬ নং ওয়ার্ডের রুকন ও বাজার ইউনিটের সেক্রেটারি নবী হোসেন, ৬ নং ওয়ার্ডের রুকন ও মাদ্রাসা ইউনিট সভাপতি রুবেল হোসেন এবং মুসলিম পাড়া ইউনিট সভাপতি তানজিরুল ইসলাম।
কর্মসূচিতে বক্তারা বলেন, “গাছ লাগানো আল্লাহর সৃষ্টি সংরক্ষণ এবং পরিবেশ রক্ষার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর পরিবেশ গড়তে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে ওয়ার্ড ও ইউনিটের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির শেষে উপস্থিত সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ চারা বিতরণ করা হয়।