মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি: টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে অনেক এলাকায় পানি বেড়ে যাওয়ায় অসংখ্য পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এ অবস্থায় অসহায় মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে বাংলাদেশ জামাতে ইসলামি রাঙ্গামাটি পৌর কমিটি পানিবন্ধী লোকজনের পাশে এগিয়ে আসেন।
শুক্রবার সকাল ১০:০০ টায় জেলা পৌরসভার অফিসে এই কর্মসূচি পালিত হয়।
এান সামগ্রী বিতরণের সময় নেতৃবৃন্দ বলেন, মানুষের দুঃসময়ে একে অপরের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সামর্থ্য অনুযায়ী সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। এান সামগ্রী পেয়ে পানিবন্দী পরিবারগুলো স্বস্তি প্রকাশ করে এবং এ ধরনের মানবিক সহযোগিতার জন্য পৌর জামায়াতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে।
জামায়াতের পৌর আমীর জনাব, মাইনুদ্দিন এর সভাপতিত্বে এবং পৌর জামাতের সেক্রেটারী হাফেজ আবুল বাসার এর সঞ্চালনায় এান সামগ্রী বিতরণ করা হয়।
এান সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি ২৯৯ নং আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ, জেলা জামায়াতের নায়েবে আমীর জাহাঙ্গীর আলম,জেলা জামায়াতের সেক্রেটারী মনছুরুল হক, পৌরসভার সূরা ও কর্মপরিষদ সদস্য জে. আজম প্রমুখ।
এসময় প্রধান অতিথি বলেন, জামায়াত জনগণের দুঃসময়ে সর্বদা তাদের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখবেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পানির নিচে থাকার কারণে তারা চরম খাদ্য সংকটে পড়েছিলেন। এমন অবস্থায় এই সহযোগিতা তাদের জন্য বড় সহায় হয়ে এসেছে। মানবিক এই কার্যক্রমকে কেন্দ্র করে এলাকায় স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।