নিজেস্ব প্রতিনিধি: দেশ ও প্রবাসে অবস্থানরত সকল নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী।
তিনি দৈনিক পার্বত্য বাংলার প্রতিনিধির মাধ্যমে পএ প্রেরনের মাধ্যমে জানান (জনস্বার্থে হুবাহু তুলে ধরা হলো) যে, প্রিয় বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া-এর সর্বস্তরের সম্মানিত নেতৃবৃন্দ, দেশে ও প্রবাসে অবস্থানরত সকলকে জানান তাহার হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
তিনি জানান, আপনাদের সম্মিলিত প্রচেষ্টা ও আর্থিক সহযোগিতার ফলে আজ কুলাউড়ার প্রতিটি ইউনিয়ন ও গ্রামে মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে ভালোবাসা ও শ্রদ্ধার একটি নাম “বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া”। আমি নিজেকে অত্যন্ত গর্বিত, সম্মানিত ও ভাগ্যবান মনে করি আপনাদের খাদেম হতে পেরে।
তিনি আরো জানান, আলহামদুলিল্লাহ, আপনাদের অনুদানে ইতোমধ্যেই কুলাউড়ার ৯টি ইউনিয়নে আমাদের প্রিয় নেতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকনামকে ধারণ করে “কমল হাউস” প্রকল্পের অধীনে ১০টি পাকা ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে। বর্তমানে আরও ৩টি ইউনিয়নে ৩টি নতুন “কমল হাউস” নির্মাণকাজ শুরু করতে পেরেছি।
এছাড়া, ছাত্রনেতা ইসতিয়াকের কৃত্রিম পা সংযোজন, আরেকজন ছাত্রনেতার অসুস্থ বাবার চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান এবং আমাদের সিলেট বিভাগের গৌরব, বাংলাদেশের অর্থনীতির রূপকার, সাবেক সফল অর্থমন্ত্রী ও প্রিয় নেতা জনাব এম. সাইফুর রহমান সাহেবের স্মরণে আমার ব্যক্তিগত অর্থায়নে একটি পাকা ঘর নির্মাণের শুভ উদ্বোধন করার উদ্যোগ গ্রহণ করেছি। এই উপলক্ষে সময়ের কিংবদন্তি ছাত্রনেতাদের মধ্যে একজনকে কুলাউড়ায় আনার জন্য চেষ্টা চালাচ্ছি।
এ অনুষ্ঠানে স্থানীয় উপজেলা ও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হবে।
সুতরাং, এ বিষয়ে প্রয়োজনীয় আলোচনা ও পদক্ষেপ গ্রহণের জন্য বর্তমানে যারা দেশে আছেন, দয়া করে আমার বাংলাদেশের নম্বরে যোগাযোগ করুন: 00 880 13 4568 2139। আমরা শীঘ্রই কুলাউড়া অথবা আমার বাড়িতে বসার চেষ্টা করব। পরবর্তীতে ইনশাআল্লাহ Zoom লিঙ্ক এর মাধ্যমে বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সবার সাথে আলোচনা অনুষ্ঠিত হবে।
ভুল-ত্রুটি হলে ক্ষমা করবেন। মহান আল্লাহ আমাদের সকলের সহায়ক হোন।
আমিন, সুম্মা আমিন।
বিনীত,
আপনাদের প্রিয়/অপ্রিয়
অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী
সভাপতি, বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া।
সভাপতি, জিয়া পরিষদ যুক্তরাজ্য।
সাবেক সাধারণ সম্পাদক, কুলাউড়া উপজেলা বিএনপি।