1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বছরের ৬ মাসই পানি বন্দি থাকে রাজৈরের ৩৬ নং চরকান্দি দ্বারাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। দুর্গাপূজা উপলক্ষে শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা। ঢাকায় মাসব্যাপী ইসলামী বইমেলার শুভ উদ্ধোধন। চাঁপাইনবাবগঞ্জে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত। রাঙামাটিতে জেলা ছাত্রদল নেতার ওপর বর্বরোচিত হামলা।আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি। প্রত্যন্ত অঞ্চলের মানুষের উন্নত চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা মেডিকেল সেন্টার এর শুভ উদ্বোধন। খাগড়াছড়ি জেলা বিএনপির তৃনমুল পর্যায়ে দলকে সু-সংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক সভার আহবান। সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে বিএনপির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা। পর্যটক অপহরণে জড়িত “স্বেচ্ছাসেবক দলের” চার নেতা বহিষ্কার। রাঙামাটিতে সংবাদকর্মীকে হুমকির ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি।

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার যুব আন্দোলনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত।

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা, রাঙ্গামাটির জেলা প্রতিনিধি:
রাঙ্গামাটি পার্বত্য জেলায় সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম সম অধিকার যুব পরিষদের একটি কমিটি গঠিত হয়েছে। এই নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান খান এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান। ২১ সদস্য বিশিষ্ট কমিটি তিন মাসের জন্য অনুমোদন দেওয়া হয়।

রাঙ্গামাটি জেলার বায়তুশ শরফ মাদ্রাসার মিলনায়তনে বিকাল তিন ঘটিকায় পার্বত্য চট্টগ্রাম সম অধিকার যুব আন্দোলনের রাঙ্গামাটি জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আসাদুজ্জামান খান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন রাঙ্গামাটি জেলা শাখার উপদেষ্টা জাহাঙ্গীর কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Dialogue for Pesce of CHT(DPC) এর নির্বাহী পরিচালক এ্যাড. কামাল হোসেন সুজন, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম রাঙ্গামাটি জেলার সভাপতি হাজী শরীয়ত উল্লাহ, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার রাঙ্গামাটি জেলার আহ্বায়ক কামাল উদ্দিন সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী গণ।

বিশেষ অতিথির বক্তব্যে এ্যাডভোকেট কামাল হোসেন সুজন বলেন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি ২রা ডিসেম্বর, ১৯৯৭ সালে স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের বিশেষ মর্যাদা স্বীকৃতি দেওয়া হয়। এছাড়াও এই চুক্তির মাধ্যমে পার্বত্য অঞ্চলের তিনটি জেলার স্থানীয় সরকার পরিষদের সমন্বয়ে একটি আঞ্চলিক পরিষদ প্রতিষ্ঠিত হয়। তবে অন্তত দুঃখ ও পরিতাপের বিষয় হলো পার্বত্য জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ এবং উন্নয়ন বোর্ড নিয়ে যে আইন প্রণয়ন করা হয়ে সেটি সম্পূর্ণ বাঙ্গালীদের প্রতি বৈষম্য সৃষ্টি করা হয়েছে কিছু ক্ষেত্রে বাঙ্গালিদের প্রবেশাধিকার নিষিদ্ধ করে চিরতরের জন্য দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রচলিত আইনে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হওয়া কোন বাঙ্গালির পক্ষে সম্ভব নয়। এ জনপদে বাঙালিরা এই অঞ্চলের নাগরিক হয়েও অধিকার হারা দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হয়েছে।

বক্তারা আরো বলেন পার্বত্য চট্টগ্রামে শান্তিচুক্তি স্বাক্ষরের প্রায় দুই দশক পেরিয়ে গেলেও এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। চুক্তিতে নিজেদেরকে উপজাতি পরিচয় দিলেও রাষ্ট্রের সার্বভৌমত্বকে ছিনিয়ে নিতে আধিবাসী সাঁজে তারা সাজতে বদ্ধপরিকর। এ পশ্চিমা নীল নকশা এ অঞ্চলে কখনোই বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। এই বাংলায় বাঙ্গালিদের ইতিহাস হাজার বছরের, এই পার্বত্য অঞ্চল বাংলার বা বাংলাদেশের বাহিরের কোন জনপদ নয়। চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল উপজাতীয় সশস্ত্র দলগুলোর অস্ত্র জমা দেওয়া, কিন্তু বাস্তবে দেখা যায় এই প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী বিশেষ করে নতুন করে গড়ে ওঠা গ্রুপগুলো, এই অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজি, অপহরণ, গুম এবং খুনের মতো অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর ফলে সাধারণ মানুষ ভয় ও আতঙ্কের মধ্যে জীবনযাপন করছে। চুক্তির সকল শর্ত সরকার মানতে পারলেও তাঁদের হাতে থাকা অস্ত্র জমা দেওয়ার মতো একটা শর্ত তারাতো মানছেই না বরং দিন দিন অস্ত্রের মজুত তারা বৃদ্ধি করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট