মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
“মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্য নিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কামরুল হাসান শাওনের নেতৃত্বে একটি শোভাযাত্রা শহরের বিজয় সরণি থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে এই বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে “মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়” পুনর্ব্যক্ত করেন। তারা সংগঠনের প্রতিটি সদস্যকে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।