নিজস্ব প্রতিনিধি: দলিল লেখকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকত হবে এ বিষয়টি কে সামনে রেখে ২৬ সেপ্টেম্বর২০২৫ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামস্থ সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য কালে বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় মহাসচিব আলহাজ্ব এম এ রশিদ বলেন, দলিল লেখকগণ সরকারের রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু দলিল লেখকগন তাদের যথাযথ সম্মানী পায়না, সরকারি কোন সুযোগ-সুবিদা ভাতা পায় না, সর্বপরি সরকারি সকল সুবিদা হইতে বঞ্চিত। অবহেলিত এবং অধিকার বঞ্চিত। দলিল লেখকদের বিদ্যমান সমস্যা নিরসনে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মোঃ মামুনুর রশীদ (সদস্য সচিব চট্টগ্রাম দলিল লেখক সমিতি) এর সঞ্চালনায় বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব হাজী কে এসে হোসেন টমাস, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এম এ তাহের, যুগ্ম মহাসচিব আলহাজ্ব ফিরোজ আলম, প্রচার সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা বিশেষ অতিথি হিসেবে তাহাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ মাহবুবুল আলম, যুগ্ম আহ্বায়ক ও পটিয়া উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সামসুদ্দোহা, ইদ্রিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাঙ্গুনিয়া উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, চট্টগ্রাম জেলার সদস্য সচিব মোঃ মামুনুর রশিদ, মিরশ্বরাই উপজেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক মাকসুদ আহমেদ, সদস্য সচিব মোঃ নুর হোসেন মিয়া চেয়ারম্যান, জোরারগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক নুরুল আবছার, সদস্য নুরুন্নবী সেলিম, ফারুক হোসেন চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক ও জেলার সদস্য শহিদুল ইসলাম শহীদ, ফতেয়াবাদ দলিল লেখক সমিতির সহ-সভাপতি মোঃ সাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক এস এম আকরাম, সীতাকুণ্ড উপজেলা দলিল লেখক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোস্তাফিজুল হাকিম, বোয়ালখালী উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মোঃ রেজাউল করিম, বাঁশখালী উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাহাব উদ্দিন, চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির সদস্য কাজী মোহাম্মদ আবদুল করিম প্রমুখ।