নিজেস্ব প্রতিনিধি: আগামী ০৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ১১.০০ ঘটিকার, সময় মাটিরাঙ্গা বাজারস্থ চৌধুরী কমিউনিটি সেন্টারে মাটিরাঙ্গা উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা পর্যায়ে বিএনপির সভাপতি “জনাব বাহাদুর খান” এর সভাপতিত্বে তৃণমূল পর্যায়ে দলকে সু- সংগঠিত করে গতিশীল করার লক্ষে ইউনিয়ন বিএনপির সাথে জেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখবেন, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি ও সাবেক উন্নয়ন বোর্ড চেয়ারম্যান “জনাব ওয়াদুদ ভূইয়া” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক “জনাব এন এম আবছার” সহ সভাপতি “জনাব নাসির আহম্মদ চৌধুরী” যুগ্ন সাধারণ সম্পাদক “জনাব মোশাররফ হোসেন”,সাংগঠনিক সম্পাদক “জনাব আবু তালেবসহ” বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা যায়।