মো: সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:
রাঙামাটিতে সংবাদকর্মীকে হুমকির ঘটনায় কোতোয়ালি থানায় হাজির হয়ে ওই গণমাধ্যমকর্মী রুপান্তর বাংলা পত্রিকার রাঙামাটি জেলা প্রতিনিধি এসএম জাহাঙ্গীর আলম গত মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটি কোতোয়ালি থানায় হাজির হয়ে একটি সাধারন ডায়েরি করেছেন বলে জানাযায়। তাহার (জিডি নং- ১৪৬৬) ।
সাধারণ ডায়েরিতে জাহাঙ্গীর আলম উল্লেখ করেন, রাঙামাটির কে কে রায় সড়ক এলাকায় তার পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান মাদার্স টেলিকম এ বসে থাকাকালীল একজন অপরিচিত লোক এসে আমার নাম জিজ্ঞাসা করে। এসময় সে তার নাম বলেন। এসময় ওই অজ্ঞাত লোক তাকে "উল্টা পাল্টা নিউজ কর? বিষয়টা ঠিক না। তোমাকে পরে দেখে নেবো" বলে স্থান ত্যাগ করে।
এঘটনায় ওই সাংবাদিক এই কথোপকথন কে হুমকি বলে ধারণা করছেন। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে থানায় হাজির হয়ে জিডি করেছেন বলে জানায় কোতোয়ালি থানার ওসি মো. মোহাম্মদ সাহেদ উদ্দিন।
উল্লেখ্য, এঘটনার ২দিন আগে স্থানীয় এক আবাসিক হোটেলের অনৈতিক কর্মকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর এক প্রতিবেদন করেন তিনি। এমনটা দাবি করে এই গণমাধ্যম কর্মী জানান এই ঘটনায় কেউ তাকে হুমকি দিতে পারে বলেও জানায় তিনি।