নিজেস্ব প্রতিবেদক: ২৪ আগস্ট (রবিবার)২০২৫ বিকাল ০৬ ঘটিকার সময় মৌলভীবাজার শহরের চুবড়া রোড এলাকায় পৌরসভার কোর্ট রোডে প্রবাসী মাহফুজা আলমের উপর এক সশস্ত্র হামলার ঘটনা ঘটে।
অভিযোগে উল্লেখ করা হয় যে, অজ্ঞাতনামা আসামীরা সংগঠিত ও দলবদ্ধ হয়ে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে ভুক্তভোগীর মাথায় আঘাতসহ এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে প্রেরণ করেন। ভুক্তভোগীর জবানবন্দি মতে, অজ্ঞাতনামা এই অভিযুক্ত ব্যক্তিরা ইতপূর্বে একাধিকবার ওনার পরিবারকে প্রাণনাশের হুমকি প্রদান করেছিল এবং অতীতে আরও দুইবার তার পিছু নিলেও তিনি সৌভাগ্যক্রমে তা থেকে রক্ষা পান।
মাহফুজা আলম জানান, অজ্ঞতনামা আসামিদের ভয়ে সম্প্রতিক সময়ে আত্মগোপনে থাকার পরও তার অবস্থান সম্পর্কে হামলাকারীরা কীভাবে অবগত হলো, এ বিষয়টি তার কাছে রহস্যজনক এবং এতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, হামলাকারীদের একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে, যিনি পারিবারিক ও রাজনৈতিক শত্রুতার কারণে দীর্ঘদিন ধরে এই পরিকল্পনার সাথে জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।
ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনাকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলা আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন থাকায়, আইনী প্রক্রিয়ার স্বার্থে এবং তদন্তের নিরপেক্ষতা নিশ্চিত করতে তথ্য প্রকাশ থেকে বিরত থাকা হচ্ছে। এ বিষয়ে মতামত জানতে চাইলে, মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।’
সর্বশেষ তথ্যানুযায়ী, মাহফুজা আলম একটি স্থানীয় হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন।