মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:
পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি পৌর শাখা। সোমবার (বিকেল ৫:০০ টায় আসামবস্তী এলাকায় এ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি পৌর আমীর মোঃ মাইনুদ্দিন এবং পরিচালনা করেন পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মোঃ রহমত উল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোখতার আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি পার্বত্য জেলার সেক্রেটারি মোঃ মানছুরুল হক, পৌর শূরা ও কর্মপরিষদ সদস্য হাফেজ আবদুল জাব্বার, সশস্ত্র বাহিনী কল্যাণ পরিষদের সেক্রেটারি ডা. মুশফিকুর রহমান, আসামবস্তী এলাকার কার্বারী বুলি শাই, ৫ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আবদুল কাদের, সেক্রেটারি মোঃ ইব্রাহিম প্রমুখ।
এ সময় আসাম বস্তী এলাকার বিভিন্ন ধর্মাবলম্বী পানিবন্দী মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সকল ধর্মের জনগোষ্ঠীকে নিয়ে একটি দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত ও হানাহানিমুক্ত সমাজ গঠন করবে ইনশাআল্লাহ।”