নিজেস্ব প্রতিবেদক: কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজমেহার গ্রামে দৈনিক যুগান্তরের সাহসী নারী সাংবাদিক আখিনুর আক্তার এর ওপর ন্যক্কারজনক হামলার ঘটনায় বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
জানা গেছে, আখিনুর আক্তার সাহসিকতার সঙ্গে স্থানীয় মাদক ব্যবসার বিরুদ্ধে কলম ধরেছিলেন। আর সেই কারণেই তিনি হামলার শিকার হয়েছেন সুমন চন্দ্র দাস নামের এক দুর্বৃত্তের হাতে।
দৈনিক পার্বত্য বাংলার রিপটারকে রিয়াদুল ইসলাম জামাল "সভাপতি বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল" বলেন, আমরা আখিনুর আক্তার এর উপর হামলাকারী সমুন চন্দ্র দাসকে অবিলম্বে আইনের আওতায় এনে গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা বিধান বহাল করতে হবে।
বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল মনে করে, সাংবাদিকের ওপর হামলা মানে সত্য ও স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। এর সুষ্ঠু বিচার না হলে সমাজে অন্যায়ের শিকড় আরও গভীর হবে, যা কারো জন্যই কল্যাণ বয়ে আনবে না।
আমরা সকল সাংবাদিক, সংগঠন ও সচেতন মহলকে এ ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।