1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বছরের ৬ মাসই পানি বন্দি থাকে রাজৈরের ৩৬ নং চরকান্দি দ্বারাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। দুর্গাপূজা উপলক্ষে শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা। ঢাকায় মাসব্যাপী ইসলামী বইমেলার শুভ উদ্ধোধন। চাঁপাইনবাবগঞ্জে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত। রাঙামাটিতে জেলা ছাত্রদল নেতার ওপর বর্বরোচিত হামলা।আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি। প্রত্যন্ত অঞ্চলের মানুষের উন্নত চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা মেডিকেল সেন্টার এর শুভ উদ্বোধন। খাগড়াছড়ি জেলা বিএনপির তৃনমুল পর্যায়ে দলকে সু-সংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক সভার আহবান। সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে বিএনপির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা। পর্যটক অপহরণে জড়িত “স্বেচ্ছাসেবক দলের” চার নেতা বহিষ্কার। রাঙামাটিতে সংবাদকর্মীকে হুমকির ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি।

দীর্ঘ”১৭ বছরেও হয়নি রাঙামাটির ভেদভেদী নতুনপাড়ার রাস্তা ও মসজিদের গার্ডওয়াল নির্মাণ: চরম দুর্ভোগে এলাকাবাসী”।

জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:
ভেদভেদী নতুন পাড়ার রাস্তার বেহাল অবস্থা নিয়ে এলাকাবাসীর ভোগান্তির যেন শেষ নেই। দীর্ঘ ১৭ বছর ধরে এই সড়কটি সংস্কার না হওয়ায় প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হওয়ায় সামান্য বৃষ্টিতেই কোমর পরিমাণ পানি জমে থাকে, ফলে স্কুলগামী শিশু থেকে শুরু করে কর্মজীবী মানুষ সবাইকে প্রতিদিন কষ্ট করে চলাচল করতে হয়। এমনকি এই এলাকায় জরুরি সময়ে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং অন্যান্য যানবাহন যাওয়ার কোন সুযোগ নাই।

স্থানীয়দের অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি শুধু কথাতেই সীমাবদ্ধ থেকে গেছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের নাম করে নানা প্রকল্প নেয়া হলেও এই এলাকার মানুষ এখনো সেই সুবিধা থেকে বঞ্চিত।

অন্যদিকে, দীর্ঘদিনের অবহেলার কারণে রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়ে আশপাশের ঘরবাড়ি পর্যন্ত কাদাজলে ডুবে যায়। এতে এলাকাবাসীর স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, আবার ব্যবসা-বাণিজ্যেও মারাত্মক প্রভাব ফেলছে।

এলাকাবাসী আবু জামাল বলেন, বৃষ্টির দিনে রোগী নিয়ে হাসপাতালে যাওয়া দুঃস্বপ্নের মতো। সিএনজি আটকে যায়, হেঁটে নিলে রোগীর অবস্থা আরও খারাপ হয়। রাস্তা নির্মাণের সময় ছয় ফুট প্রশস্ত রাখার কথা থাকলেও শেষ পর্যন্ত তা মাত্র তিন ফুটে সীমিত করা হয়। এতে একটি সিএনজি বা ভ্যান ঢুকলে বিপরীত দিক থেকে কোনো মানুষ হেঁটে যেতে পারেন না।

শিক্ষার্থী তানিয়া আক্তার বলেন, প্রতিদিন স্কুলে যেতে গিয়ে ভয় লাগে। হঠাৎ সিএনজি এলে সরে দাঁড়ানোর জায়গা পাই না।

স্থানীয়রা জানান, বছরের পর বছর ধরে জেলা প্রশাসন, উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদে দরখাস্ত দিয়ে আসছেন। কিন্তু কোথাও সাড়া মেলেনি।

স্থানীয় আলাল বলেন, বিগত ১৭ বছরে আমাদের এলাকায় উন্নয়নের জন্য সরকারিভাবে একটি টাকাও খরচ করা হয়নি। যেন আমরা সরকারের উন্নয়ন থেকে বঞ্চিত একটি দ্বীপ। আমাদের নতুনপাড়ার সমাজের মসজিদটি পাহাড়ি ঢালে অবস্থিত। চারপাশে গার্ডওয়াল না থাকায় বর্ষায় মাটি ভেঙে পড়ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। মুসল্লিরা এখন আতঙ্ক নিয়ে নামাজ আদায় করেন।

স্থানীয়রা বলছেন, বহুবার লিখিত আবেদন দেওয়া হলেও প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন।অভিযোগগুলো সত্য। তবে বাজেট সীমিত থাকার কারণে অনেক সময় প্রকল্প অনুমোদন পায় না।

এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তা প্রশস্ত করে অন্তত ছয় ফুট করা হোক এবং মসজিদের চারপাশে গার্ডওয়াল নির্মাণ করা হোক। তাতে শিক্ষার্থী থেকে শুরু করে রোগীসহ সবাই উপকৃত হবেন। ১৭ বছর ধরে অবহেলায় পড়ে থাকা একটি রাস্তা ও একটি মসজিদের গার্ডওয়াল হয়তো কোনো বড় প্রকল্প নয়। কিন্তু এর সঙ্গে জড়িয়ে আছে একটি পুরো সমাজের নিরাপত্তা ও ভবিষ্যৎ। প্রশাসনের উদাসীনতার বোঝা বহন করছে সাধারণ মানুষ। তাদের একটাই দাবি দয়া করে আমাদের দেখুন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট