1. live@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা : দৈনিক পার্বত্য বাংলা
  2. info@www.dainikparbottobangla.com : দৈনিক পার্বত্য বাংলা :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গামা‌টি প্রেস ক্লা‌বে পার্বত‌্য যুব প‌রিষ‌দের কেন্দ্রীয় ক‌মি‌টির অ‌ভি‌ষেক ২০২৫ অনুষ্ঠিত। ত্রয়োদশ নির্বাচনে খাগড়াছড়ি জেলা ২৯৮ নং আসনে ধানের শীষ মনোনয়ন পেলেন আব্দুল ওয়াদুদ ভূইয়া। বাংলাদেশ নদী পরিব্রাজক দল খাগড়াছড়ি জেলা কমিটি গঠিত। খাগড়াছড়ির ‎মাটিরাঙ্গায় ৪০ বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও সহায়তা প্রদান। হলুদ সাংবাদিক ভান্ডারিয়ার শাহীন সিকদারের চাঁদাবাজির অভিযোগে তোলপাড় খাগড়াছড়ি নন্দকার্বারী পাড়া১৭ তম শুভ দানোৎসব কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন। মাটিরাঙ্গা সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা। মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। চট্টগ্রাম জেলা দলিল লেখক কমিটির সাথে বাংলাদেশ দলিল লেখক কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৮৯৮ এর বিধি মতে ১৪৪ ধারা জারি।

সিলেটে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: বুধবার (২০ আগস্ট)২৫ সিলেট নগরীর দরগাহগেইট এলাকায় একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত “শিশু কল্যাণ বিষয়ক মতবিনিময় সভাকে কেন্দ্র করে” স্থানীয় সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হযেছে।

আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের অন্যতম লক্ষ‌্য শিশু কল‌্যাণ। এ লক্ষ‌্য বাস্তায়নে সংস্থাটি ২০১৪ সাল থেকে সিলেট ও সুনামগঞ্জের ৫ উপজেলায় কাজ শুরু করে। ইতোমধ্যেই ১৫ হাজার ৬৫৬ জন রেজিস্টার্ড শিশুর জীবনমান উন্নয়ন এবং সামগ্রিকভাবে কমিউনিটির শিশুদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হয়েছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিলেট এরিয়া কো-অর্ডিনেশন সিনিয়র ম্যানাজার কাজল এ দ্রং। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার জাবির আহমদ নোমান।
সভায় সংস্থার পক্ষ থেকে গত এক বছরে বাস্তবায়িত নানা কর্মসূচি উপস্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে: ১ হাজার ৩৯৩টি স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে ৬টি ওয়াশ ব্লক নির্মাণ, পাঁচ বছরের নিচে ২৩ হাজার শিশুর জিএমপি বাস্তবায়ন ও অপুষ্টি দূরীকরণে সচেতনতা কার্যক্রম, ৩টি পাইপ লাইন ওয়াটার সিস্টেম ও ২২টি সাবমারসেবল টিউবওয়েল স্থাপন, আয়বৃদ্ধিমূলক কাজে উৎসাহ দিতে ১ হাজার ৩২০ জনকে ১৮ হাজার টাকা করে সহায়তা প্রদান, ১ হাজার ৫৮৫ পরিবারে হাঁস বিতরণ এবং শূন্য প্লাস ক্যাম্পেইন এর প্রচারনা।
ওয়ার্ল্ড ভিশন কেন্দ্রীয় কার্যালয়ের লিড কো-অর্ডিনেটর ফিল্ড কমিউনিকেশনস আবোনি আলবার্ট রোজরিও বলেন, হাঁস, মুরগি ও গবাদি পশু বিতরণের মাধ্যমে অভিভাবকরা উপকৃত হলে শিশু অধিকার প্রতিষ্ঠায় তা সহায়ক ভূমিকা রাখে।
সভাপতির বক্তব্যে কাজল এ দ্রং জানান, ওয়ার্ল্ড ভিশন মাঠ পর্যায়ে জরিপ ও স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে সমস্যা চিহ্নিত করে কাজ করে। প্রজেক্ট শেষে ভিডিসি, সিভিও, ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের কাছে কার্যক্রম হস্তান্তর করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সংস্থার কর্মকর্তা প্রোগ্রাম অফিসার আশুতোষ রেমা, অশেষ রেমা, শিশু সুরক্ষা অফিসার অ্যান্তনী রংদী, ইয়ং প্রফেশনাল পাবেল হুসেন ও অতি দাস।

সভায় স্থানীয় সাংবাদিকগণ শিশু কল্যাণ কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। সভায় উপস্থিতদের মধ্যে বক্তব্য রাখেন ইকরামুল কবির, ইকবাল সিদ্দিকী, মোহাম্মদ সিরাজুল ইসলাম, এমএ হান্নান, আব্দুল কাদের তাপাদার, খালেদ আহমদ, সংগ্রাম সিংহ, কামাল উদ্দিন আহমদ, কবির আহমদ, ফারুক আহমদ, আহবাব মোস্তফা খান, আনাস হাবিব কলিন্স, নূর আহমদ, নাসির উদ্দিন, আহমদ জামিল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট