মোহাম্মদ সোহেল রানা,রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:
রাঙ্গামাটির কাপ্তাই লেকে ডুবে উম্মে নুসাইবা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে শহরের রিজার্ভ বাজার পুরাতন পাড়া ১নং ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুসাইবা ওই এলাকার বাসিন্দা মোঃ রহমত আলীর কন্যা। প্রত্যক্ষদর্শীরা জানান, খেলতে খেলতে সিঁড়িঘাটে নামলে হঠাৎ পানিতে পড়ে যায় মুসাইবা। স্থানীয়রা উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, প্রতি বছর কাপ্তাই লেকের পানির স্রোত ও প্রবাহ বৃদ্ধির কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটে। কিন্তু লেকের পাড়ে কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ঝুঁকি আরও বাড়ছে।
বিশ্লেষকরা মনে করছেন, দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ জরুরি।