নিজেস্ব প্রতিনিধি: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর গুণগত সমাজ এ স্লোগানকে সামনে রেখে রাঙামাটির শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো "দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান"।
“দুর্নীতিমুক্ত ভবিষ্যৎ গড়তে” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ ও সচেতনমূলক আয়োজন। এ ধরনের প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে এবং সুশাসন ও স্বচ্ছতার প্রয়োজনীয়তা সম্পর্কে গভীর ধারণা দেয় বলে মন্তব্য করেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জুবাইদা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক আহমদ ফরহাদ হোসেন এবং সহকারী পরিচালক মো. রাজু আহমেদ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান।
ফাইনাল পর্বে মুখোমুখি হয় সেন্ট্রিজার স্কুল ও রাঙামাটি সরকার বালিকা উচ্চ বিদ্যালয়। তর্ক-বিতর্কে প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শ্রেষ্ঠ বক্তার স্বীকৃতি পায় সোহনম দে।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী চেতনা জাগিয়ে তুললেই গড়ে উঠবে স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক সমাজ। এ ধরনের কার্যক্রমই হবে আগামী দিনের দুর্নীতিমুক্ত বাংলাদেশের ভিত্তি।
এখানে অংশগ্রহণকারীরা যেমন নিজেদের যুক্তি ও বিশ্লেষণী ক্ষমতা প্রদর্শন করতে পারে, তেমনি দর্শক ও শ্রোতারাও দুর্নীতির কুফল ও প্রতিরোধের উপায় সম্পর্কে সচেতন হতে পারে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।