নিজেস্ব প্রতিনিধিঃ বর্তমান সময়ে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, ভয়ভীতি ও পেশাগত হয়রানি উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় সাংবাদিকদের সুরক্ষা, অর্থনৈতিক নিশ্চয়তা ও পেশাগত অধিকার বাস্তবায়নের জোর দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল (BiRC) এর প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াদুল ইসলাম জামাল বলেন, সাংবাদিকরা দিনরাত জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করে দেশ ও জাতির সামনে সত্যকে তুলে ধরেন। অথচ তারাই আজ সবচেয়ে বেশি অবহেলিত। তিনি দেশ- বিদেশের সকল সাংবাদিকদের উদ্দেশ্য বলেন এখনই সময় রাষ্ট্রীয়ভাবে সাংবাদিকদের মৌলিক অধিকার গুলো বাস্তবায়নের যৌতিক দাবী তুলে ধরার।
তিনি আরও বলেন, সাংবাদিকদের অধিকার বাস্তবায়নের জন্য BiRC কাজ করে যাচ্ছে এবং এ লক্ষ্যে জাতীয় পর্যায়ে নীতিগত পরিবর্তনের প্রয়োজন রয়েছে। তিনি দাবী করেন "সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন ও বাস্তবায়ন, হয়রানি মূলক মামলা থেকে রক্ষা, ন্যায্য সম্মানী ও নির্ভরযোগ্য বেতন কাঠামো, তথ্য অধিকার আইন বাস্তবায়ন,কর্মস্থলে নিরাপত্তা ও চিকিৎসা সুবিধা, সাংবাদিকদের প্রশিক্ষণ ও আইনগত সহায়তা প্রদানে" রাষ্ট্রীয় ভাবে উদ্যোগ গ্রহন করতে হবে।
"রিয়াদুল ইসলাম জামাল বলেন" একটি স্বাধীন গণমাধ্যমের জন্য শক্তিশালী ও সুরক্ষিত সাংবাদিক সমাজ অপরিহার্য। এজন্য সকল সাংবাদিক সংগঠন কে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।
বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল (BiRC) দেশের প্রতিটি সাংবাদিকের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে এবং অচিরেই জাতীয় পর্যায়ে সাংবাদিক সম্মেলনের আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।