নিজস্ব প্রতিনিধি: গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের আইন বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন-এর উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল (BiRC) গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ।
জানা গেছে, হামলার ফলে সাংবাদিক আনোয়ার হোসেন গুরুতর আহত অবস্থায় বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
BiRC-এর সভাপতি রিয়াদুল ইসলাম জামাল ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম, তর্থ্য সম্মনয়ক মো. মাসুদ রানা এক যৌথ বিবৃতিতে বলেন “একজন সাংবাদিকের উপর এমন বর্বরোচিত হামলা শুধুমাত্র ব্যক্তিগত কোনো বিষয় নয়, বরং এটি সংবাদমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। এমন ঘটনার বিরুদ্ধে আমরা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।”
BiRC দৃঢ়ভাবে দাবি জানায়, হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। সাংবাদিক সমাজ কখনোই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না।
এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর পক্ষ থেকেও হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয় “সাংবাদিক নির্যাতন মুক্ত আগামীর বাংলাদেশ গড়তে হলে এই হামলার সুষ্ঠু বিচার অতি জরুরি।”
BiRC সর্বদা সাংবাদিকদের নিরাপত্তা, অধিকার ও ন্যায়বিচারের পক্ষে অটল রয়েছে এবং ভবিষ্যতেও যেকোনো সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার থাকবে।